রেটিনল সিরাম কেন ব্যাবহার করা হয় রেটিনল ব্যাবহারের নিয়ম কী।
প্রিয় পাঠক আপনি কী জানতে চাচ্ছেন রেটিনল সিরাম কেন ব্যাবহার করা হয় রেটিনল ব্যাবহারের নিয়ম কী। তাহলে আমাদের এই আর্টিকেল টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে রেটিনল সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন যেমন রেটিনল সিরাম ব্যাবহারের উপকারিতা রেটিনল সিরাম কেন ব্যাবহার করবেন কখন ব্যাবহার করবেন রেটিনল সিরাম ব্যাবহারের উপকারিতা ও অপকারিতা। গর্ভবতী মহিলারা রেটিনল ব্যাবহার করতে পারবে কিনা।
পেজ সূচিপত্র
- রেটিনল সিরাম কেন ব্যাবহার করা হয়। রেটিনল সিরাম কেন ব্যাবহার করবেন।
- এন্টিএইজিং এ রেটিনল সিরামের কার্যকারিতা
- স্পট আউট এর জন্য রেটিনল সিরামের কার্যকারিতা
- ফর্সা লাবন্যময় ত্বকের জন্য রেটিনল সিরামের কার্যকারিতা
- রেটিনল সিরাম ব্যাবহার করলে সানস্ক্রিন ব্যবহার করবো কেনো
- মুখে ব্রনের সমস্যায় রেটিনল সিরামের কার্যকারিতা
- কত বছর বয়স থেকে রেটিনল সিরাম ব্যাবহার করা যায়।
- ডেড সেল কমাতে এবং ওপেন পোরজ এর সমস্যায় রেটিনল এর কার্যকারিতা
- রেটিনল সিরাম কখন ব্যাবহার করতে হবে দিনের বেলা নাকি রাতের বেলা।
- রেটিনল সিরাম কেন ব্যাবহার করা হয়
এন্টি এইজিং এ রেটিনল সিরামের কার্যকারিতা
বয়স ২৪ থেকে ২৫ হওয়ার পর থেকে আমাদের স্কিনে এন্টি এইজিং চামড়া ঝুলে যাওয়া চামড়া কুচকে যাওয়া সমস্যার সৃষ্টি হয়। রেটিনল ব্যাবহারে স্কিনে দ্রুত কোলাজন বৃদ্ধিতে কাজ করে। এই কোলাজেন বেড়ে যাওয়ার ফলে। আমাদের স্কিন হয় টান টান এবং রিংকেলস ফ্রি। যার ফলে স্কিনের এইজিং কম বোঝায়।
স্পট আউট এর জন্য রেটিনল সিরামের কার্যকারিতা।
বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনে বিভিন্ন রকম স্পট ব্রনের স্পট মেছতা স্পট হাইপারপিগমেন্টেশনে দাগ কমিয়ে আনতে রেটিনল খুবই কার্যকারি। এই সকল সমস্যার জন্য রেটিনল হতে পারে আপনার স্কিন কেয়ার রুটিনের সহজে দ্রুত কার্যকরী সমাধান।
ফর্সা লাবন্যময় ত্বকের রেটিনল সিরামের কার্যকারিতা।
ফর্সা উজ্জ্বল লাবন্যময় ত্বক প্রতিটি মেয়ের স্বপ্ন তাই রেটিনল ব্যাবহারের ফলে ত্বকের ডেড সেল গুলোকে হেলদি সেলে রুপান্তরিত করে। যেহেতু রেটিনল ব্যাবহারের ফলে ত্বকের দাগ মেছতা দূর যার ফলে সহজেই ত্বক হয় উজ্জ্বল ও লাবন্যময় হয়।
রেটিনল সিরাম ব্যাবহার করলে সানস্ক্রিন ব্যবহার করব কেন।
স্কিনে যে কোন সিরামই ব্যবহার করুন না কেন দিনের বেলা সানস্ক্রিম ব্যবহার না করলে খুব একটা ভালো ফলাফল পাওয়া যায় না। তাই সিরাম ব্যাবহারের পরে দিনের বেলা অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করতে হবে। অনেকেই মনে করেন রাতে সিরাম ব্যবহার করলে দিনের বেলা সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে সিরাম ব্যবহারের খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে না। তাই দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। এবং রান্নার আগেও সানস্ক্রিম ব্যবহার করতে হবে।
মুখে ব্রনের সমস্যায় রেটিনল সিরামের কার্যকারিতা।
যাদের মুখে ব্রনের সমস্যা আছে তাদের জন্য রেটিনল সিরাম খুবই কার্যকরী সমাধান। রেটিনাল সিরাম ব্যবহারের ফলে আমাদের স্ক্রিনে পোরস এ কোন ময়লা জমতে পারেনা। যার ফলে মুখের ব্রণ আস্তে আস্তে কমে যায়।
কত বছর বয়স থেকে রেটিনল সিরাম ব্যাবহার করা যায়
রেটিনল সিরাম মূলত প্রকার ভিটামিন এ যুক সিরাম মার্কেটে অনেক রকম সিরাম পাওয়া যায় তার মধ্যে ১৫ থেকে ৩/১ % রেটিনল থাকে। অন্যান্য সিরাম সবাই ব্যাবহার করতে পারলেও রেটিনল সিরামের প্রকৃতি একটু আলাদা হওয়াই এটা এটা যেকোন বয়সে ব্যাবহার করা যাবে না। ২৪ - ২৫ বছর বয়সের পরে রেটিনল ব্যাবহার করতে হয়। এবং প্রথম অবস্থায় ১% রেটিনল যুক্ত সিরাম ব্যাবহার করতে হবে। এবং সপ্তাহে ২-৩ দিন ব্যাবহার করতে হবে।
ডেডসেল কমাতে এবং ওপেন পোরস এর সমস্যায় রেটিনল এর কার্যকারিতা
রেটিনল সিরাম অনেক হাইলি পাওয়ারফুল সিরাম হওয়াই এটি খুব সহজেই স্কিনের ভিতরে প্রবেশ করে। ডেডসেল গুলোকে রিমোভ করে এবং স্কিনে কোন রকম ময়লা জমতে দেয়না যার ফলে। ওপেন পোরস মিনিমাইজ হয়ে যায়। এবং আপনাকে দেয় উজ্জ্বল সফট স্কিন।
রেটিনল সিরাম কখন ব্যাবহার করতে হবে দিনের বেলা নাকি রাতের বেলা।
প্রথমেই বলেছি রেটিনল সিরাম অনেক পাওয়ার ফুল আ্যক্টিভ ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি তাই এটি ব্যাবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। দিনের বেলায় রেটিনাল সিরাম ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাছাড়া মুখে জ্বালাপোড়া হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকে মনে করেন রেটিনাল সিরাম রাতে ব্যবহার করলে দিনের বেলায় সানস্ক্রিম ব্যবহার করার প্রয়োজন নেই। তবে এটা একদমই ভুল ধারণা রেটিনাল সিরাম দিনে ব্যবহার করুন অথবা রাতেই ব্যবহার করুন সানস্ক্রিন ব্যবহার করতে হবে মাস্ট। তাছাড়া খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে না।
লেখকের মন্তব্য
সব কীছুরই ভালো এবং খারাপ দিক আছে। তাই এসব জিনিস ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে একটানা বেশি দিন কোন জিনিসই ব্যাবহার করা ভালো না।
আরও যেনে রাখা ভালো সিরামটি ব্যাবহার করে এক সপ্তাহের মধ্যে ভালো ফলাফল পাওয়ার আশা করবেন না ভালো ফলাফল পেতে হলে অবশ্যই সিরাম টি ছয় মাস ব্যবহার করতে হবে।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url